বিশেষ প্রতিনিধিঃ বিএনপির অর্জণ ছিল দুর্নীতি, আর দুর্নীতের কারণের আজ খালেদার জিয়া কারাগারে, বলে মন্তব্য করেছেন নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান এমপি।
রোববার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরবাদ-বালাশী ফেরিঘাট সংস্কার করে ফেরি চলাচল কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
বিএনপি সর্ম্পকে নৌ পরিবহণ মন্ত্রী বলেন, বিএনপি আজ নিজের দিকে তাকিয়ে দেখুক তারা কোন গণতন্ত্র চায়? বাংলাদেশে হত্যা আর পেট্রোল বোমার গণতন্ত্র চলবে না। এ দেশ চলবে জনগনের চাহিদার ভিত্তিতে, দেশের মানুষের কল্যানের ভিত্তিতে। বিএনপির জঙ্গীবাদ ও দুর্নীতি এদেশের জনগণদের সাথে নিয়ে প্রতিহত করেছি আমরা।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া এমপি, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা প্রশাসক আহমেদ কবীর প্রমুখ।
এর আগে মন্ত্রী ১শ ২৪ কোটি টাকা ব্যায়ে নিমির্তি বাহাদুরাবাদ-বালী নৌ ফেরিঘাট প্রকল্পে কাজের এদ্বাধন করেন।