বিশেষ প্রতিনিধি ॥ বকশীগঞ্জে গো-খাদ্য বহনকারী ট্রাকে বিদ্যুতের আগুনের পুড়ে গেছে প্রায় অর্ধলক্ষধীক টাকার গো খাদ্য।
শনিবার বিকালে বকশীগঞ্জের জব্বারগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পঞ্চগর থেকে ছেড়ে আসা ধানের খড় বোঝাই ট্রাক ঢাকা মেট্ট্রো – ট ২০-২৫৪৬, ঝালরচর পশ্চিমপাড়া গ্রাম দিয়ে যাওয়ার পথে বিদ্যুতের তারের সাথে সংযুক্ত হয়ে আগুণ ধরে যায়।
পরে আগুনের লেলিহান শিখায় পুরো টাকে ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় ট্রাকের চালক দ্রুত জব্বারগঞ্জ বাজার এলাকায় ব্র্যাক ব্যাংকের পশ্চিম পাশে একটি পানির ডোবায় নামিয়ে দেয়। পরে সাধারণ জনগণে সহযোগিতায় গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে।
জব্বারগঞ্জ এলাকার গো-খাদ্য ব্যবসায়ী মোঃ ইস্রাফিল জানান, এতে প্রায় ৫০ হাজার টাকার গো-খাদ্য ছিল। গো-খাদ্য সম্পুর্ন নষ্ট হলেও ট্রাকে বড় ধরনের ক্ষতি হয়নি।