বিশেষ প্রতিনিধি ঃ জামালপুরের ইসলামপুর উপজেলার মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার বিকালে জে. জে. কে. এম স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। সম্মেলন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাজমা হোসেন বেবী।
ইসলামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক জাহানারা পারভীন পুঁথির সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ঝর্না বাড়ই। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরিয়ম বিনতে হোসেন খেয়া, জামালপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, নাজমা বেগম, জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক রাশেদা ফারুকী, যুগ্ন-আহবায়ক হাসিনা আকাশ, মহিলা অাওয়ামী লীগ নেত্রী আঞ্জুমার আরা হেনা, কাকলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নব-গঠিত কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নাজমা হোসেন বেবী। এ সময় উপস্হিত ছিলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক অাহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অাব্দুল্লাহ অাল অামিন চাঁন, দপ্তর সম্পাদক অালহাজ্ব অাছাদুজ্জামান অাকন্দ বাবু, ইসলামপুর উপজেলা অাওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম।
ইসলামপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিন হলেন আফরোজা আজাদ তানিয়া, সহ-সভাপতি জাহানারা পারভীন পুঁথি, মোছাঃ আছমিনা বেগম, রোজিনা আক্তার চায়না, সাধারণ সম্পাদক রাশেদা বেগম, যুগ্ন-সাধারণ রোকসানা আক্তার বিদুৎ, সাংগঠনিক সম্পাদক রাবিয়া সুলতানা মুকুল ও তাহমিনা ইয়াসমিন নিপা।