বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে পবিত্র কোরআন অবমাননার দায়ে মিজানুর রহমান মীর আলী (৪৫)নামে স্থানীয় এক পীরের সমর্থককে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
উদ্ধার হওয়া পবিত্র কোরআন শরীফ
মীর আলী, বকশীগঞ্জ উপজেলার সুর্যনগর মোনাকাশা পুর্বপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় এক পরীর অন্ধ সমর্থক।বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন দাশ জানান, মীর আলী কোরআনকে বিশ্বাস করে না। তিনি এক স্থানীয় পরীর সমর্থক। ইসলাম ধর্মের প্রতি চরম অবজ্ঞার কারণে সে গত ১০ মার্চ একটি কোরআন শরীফ ল্যাট্রিনের ট্রাংকিতে ফেলে দিয়ে প্রচার করতে থাকে।
এ নিয়ে স্থানীয় মুসলমানদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। পরবর্তীতে কয়েক যুবক গিয়ে তার ল্যাট্রিনের ট্রাংকি থেকে একটি কোরআন শরীফ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ল্যাট্রিনের ট্রাংকি ফেলে দেওয়া পবিত্র কোরআন উদ্ধার ও মীর আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
এ নিয়ে স্থানীয় ধর্মপ্রান মুসলমানদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আসলাম হোসেন জানান, আটক মিজানুর রহমান মির আলীর বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতের আঘাত দেওয়ার অপরাধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।