বিশেষ প্রতিনিধিঃ অবশেষে কলেজ ছাত্রীর নগ্ন ছবি ধারণের দায়ে লম্পট সাধনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতেই সাধনের বিরুদ্ধে পর্নো-গ্রাফি আইনে একটি মামলা হয়েছে।
সাধন, জামালপুরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকার মুচি সম্প্রদায়ের মন্ডল রবি দাশের ছেলে। ও সে একজন কম্পিউটারের মাধ্যমে নতুন বাজার এলাকায় মেমোরীতে গান ডাউনলোডের ব্যবসা করে।
স্থানীয়ভাবে জানা যায়, সাধন বাট্টাজোড় এলাকা এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পকের এক পর্যায়ে কৌশলে সেই কলেজ নগ্ন ছবি তুলে রাখে।
পরে কলেজ ছাত্রী সাধনের প্রকৃত পরিচয় জানার পর তার সাথে সর্ম্পক ত্যাগ করে। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে সাধন এসব ছবি গানের পাশাপাশি মানুষের মোবাইলের মেমরী কার্ডে কম্পিউটারের মাধ্যমে প্রদান করতে থাকে।
ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এলাকার প্রভাবশালীরা মোটা অংকের টাকা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
অবশেষে মঙ্গলবার রাতে ওসি আসলাম হোসেনের নেতৃত্বে সন্ধ্যায় বাট্টাজোড় নতুন বাজার এলাকায় তার সাধন টেলিকম থেকে লম্পট সাধনকে আটক করে।
বকশীগঞ্জ থানার ওসির আসলাম হোসেন জানান, রাতেই সাধনের বিরুদ্ধে পর্নো-গ্রাফি আইনে মামলা করা হয়েছে।