বিশেষ প্রতিনিধিঃ ‘‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম জীবনধারা’’ প্রতিপাদ্যকে সামনে রেখে বকশীগঞ্জে আন্তজার্তিক নারী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক র্যালী ও আলোচনা সভায় আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীণ, থানা ভারপ্রাপ্ত কর্মর্তা এসআই মশিউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তার পাখী, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
নারী উন্নয়নে চমৎকার বক্তব্য রাখেন নারী নেত্রী শিউলী আক্তার, কামালপুর ইউপি সদস্য নুর জাহান বেগম অঞ্জলী।
এর আগে একটি র্যালী বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে।
আন্তজার্তিক নারী দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন নারী উন্নয়ন সহযোগি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠাণ অংশ নেয়।
সৃজনশীল মহিলা উন্নয়ন সংস্থা, উন্নয়ন সংঘ, রি-কল প্রকল্প-২০২১, ইএসডিও, সৌহার্দৗ-৩, মানব উন্নয়ন সংস্থা, সুর্যের হাসি নারী দিবসটি যথাযথ পালন উপলক্ষে সার্বিক সহযোগিতা করে।