বিশেষ প্রতিনিধি ঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী লিফলেট বিতরণ করেছে বিএনপি। প্রতিবাদে তাৎক্ষণিক আওয়ামীলীগও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে উপজেলা বিএনপির অফিসে ভাঙচুর চালায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়সুত্রে জানায়, উপজেলা বিএনপি আহ্বায়ক ফখরুজ্জামান মতিনের নেতৃত্বে বিএনপি ও পৌর বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে লিফলেট বিতরণ করে।
খবর পেয়ে উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর চালায়।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মশিউর রহমান উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা স্বীকার করেছেন।
বিস্তারিত আসছে…