বিশেষ প্রতিনিধিঃ ভিক্ষুকদের পুনবার্সনের জন্য সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক।
বুধবার দুপুরে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক জানান, বিভিন্ন সুত্রের মাধ্যমে বকশীগঞ্জে ভিক্ষুকের সংখ্যা নিরূপন করা হয়েছে। এ উপজেলার ভিক্ষুকের সংখ্যা প্রায় ২০০ জন।
আমরা এই ভিক্ষুকদের এ পেশা থেকে নিবৃত্ত করার জন্য তাদের বিভিন্ন প্রকার সুযোগ দেওয়া হবে।
সরকারী বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে বয়স্কভাতা, বিধবাভাতা, ৪০ দিনের কর্মসুচী, ভিজিএফ, ভিজিডি, প্রতিবন্দিভাতাসহ সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে।
এছাড়া বেসরকারীভাবে সামাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের মাধ্যমেও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে।
এ লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে স্থানীয় ইউপি সদস্যদের প্রধান করে একটি কমিটি করা হবে।
প্রত্যেক গ্রামের ভিক্ষুক সংখ্যা নিরূপন করে তাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে বলেও আবু হাসান সিদ্দিক জানান।
মতবিনিময় সভায় ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করার লক্ষ্যে শারিরিকভাবে সমর্থবানদের ভিক্ষা না দেওয়ার জন্য বকশীগঞ্জ বাসীর নিকট আহ্বান জানানো হয়।