বিশেষ প্রতিনিধিঃ বকশীগঞ্জে বহুল আলোচিত ৫৭(২) ধারায় বকশীগঞ্জ থানার দায়েরকৃত ঢাকা প্রতিদিন পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এইচ এম মূসা আলী চিশতির মামলার চার্জ গঠন করা হয়েছে। এর সাথে মামলার বাদী ও স্বাক্ষীদের বিরুদ্ধে সমন জারি করারও নির্দেশ দেন আদালত।
২৫ ফেব্রুয়ারী রবিবার সাইবার ট্রাইবুনালে চার্জ বিষয়ে শুনানী শেষে বিচারক এ আদেশ দেন।
গত ১১ মে ২০১৭ইং তারিখে ঢাকা কাওরান বাজার থেকে প্রকাশিত দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় মঞ্জুরুল বারী নয়নের সম্পাদনায় এ কে ফেরদৌস
” মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা মানবতা বিরোধী মামলার আসামী” 
শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি দৈনিক ঢাকা প্রতিদিনের বকশীগঞ্জ প্রতিনিধি এইচ এম মূসা আলী চিশতি তার ফেসবুক আইডিতে শেয়ার করলে ১২ মে বহুল আলোচিত ৫৭(২) ধারায় বকশীগঞ্জ থানায় মাহাবুবুল হক বাবুল চিশতি বাদী হয়ে বকশীগঞ্জ প্রতিনিধি এইচ এম মুসা আলী, সংবাদ লেখক একে ফেরদৌস ও পত্রিকার সম্পাদক ও প্রকাশক মঞ্জুরুল বারী নয়ন সহ ৩জনের বিরুদ্ধে মামলা করে। বকশীগঞ্জ থানার মামলা নং ১১, তারিখ ১২/৫/২০১৭। মামলায় ওই দিনই নিজ বাসা থেকে সাংবাদিক এইচ এম মূসা আলী চিশতিকে আটক করে পুলিশ।
প্রায় সাড়ে তিন মাস কারাবরণ শেষে উচ্চ আদালতে জামিন পান এইচ এম মুসা আলী চিশতি। মামলায় একে ফেরদৌস ও মঞ্জুরুল বারী নয়নকে মামলা থেকে অব্যহতি দিয়ে অভিযোগপত্র আদালতে প্রেরন করে পুলিশ।
পরবর্তী সময়ে নিম্ন আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা সাইবার ট্রাইবুনাল আদালতে প্রেরণ করে।
রবিবার এ মামলার উভয় পক্ষের দীর্ঘ শুনানী শেষে চার্জ গঠনের নির্দেশ প্রদানের পাশাপাশি বাদী ও সাক্ষীদের আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের নিমিত্ত্বে সমন জারি করে।
মামলার পরবর্তি তারিখ আগামী ২৩ মে ২০১৮ ইং ধার্য করা হয়েছে।