বৃহস্পতিবার দুপুরে এ মৃতদেহ উদ্ধার করে।
রবিউল ইসলাম মিলন, যোয়াইল ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাদ দিয়ে তারাকান্দি পুলিশ ফাড়ির কর্মকর্ম এসআই আফতাব উদ্দিন জানান, স্থানীয়রা চকপাড়া গ্রামের কালর্ভাটের ভিতওে একটি লাশ দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌছে মিলনের লাশ উদ্ধার করে। এসময় দুটি মোড়কে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী চায়না বেগম জানান, ২১ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষনের মধ্যেই তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।