স্টাফ করসপনডেন্ট, বকশীগঞ্জ
জামালপুরের বকশীগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার তালিকাভূক্ত ভিক্ষুকদের পুনর্বাসন করার লক্ষ্যে ১১ জন ভিক্ষুককে হাঁস, মুরগী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজার এলাকায় ১১ জন ভিক্ষুককে পুনবার্সন উপলক্ষে হাঁস,মুরগী ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন। এতে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক। এ সময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ইউপি সদস্য হামিদুর রহমান পিটার প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিক্ষাবৃত্তি পেশাকে নিরুৎসাহিত করার জন্য মহতী উদ্যোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসন। তাই প্রতিজন ভিক্ষুককে ছয় জোড়া হাঁস, ছয় জোড়া মুরগী, নগদ আড়াই হাজার টাকা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৭ টি ইউনিয়নের ভিক্ষুকদের পুনর্বাসন করার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।