বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি (বাপুস) এর সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বকশীগঞ্জ উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকার এডভ্যান্স কিন্ডার গার্টেন এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০১৮-২০১৯ সালের জন্য নতুন কমিটির সদস্যদের পরিচিত সভা ও বই বিক্রি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারী নতুন এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ পুস্তক বিক্রেতার সমিতি, জামালপুর শাখার আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ মাকছেদুর রহমান হারুন।
নতুন কমিটি সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সাধারন সভায় প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতির জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মোকছেদুর রহমান হারুণ ও বিশেষ অতিথি হিসাবে নীতিমালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ মাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া নতুন কমিটির সদস্যারাও সাধারন সভায় যোগ দিয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি আলহাজ মোঃ শামছুর হক, আবু বক্কর সিদ্দিক, মোঃ শফিউল্লাহ, মোঃ আতাউজ্জামান পন্ডিত, মোঃ হেলাল উদ্দিন খান, সাধারন সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তাহেরুল আলম মনির, কোষাধক্ষ্য মোঃ আবু বকর সিদ্দিক, সদস্য আবুল কালাম খান, সাখাওয়াত হোসেন ও মনিরুজ্জামান মনির।