জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সদর উপজেলার রশিদপুর ব্রিজ এলাকায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখীরপাড়া গ্রামের রেহান আলীর ছেলে রাজন(২৭) এবং একই গ্রামের আফসার উদ্দিনের ছেলে মুক্তা (২৬)।
নিহতের স্বজনরা জানায়, জামালপুর পৌরসভার দেড়শ বছরপূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেমসের গান শোনার জন্য বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজন এবং মুক্তা বাড়ি থেকে বের হয়ে জামালপুর শহরে আসে। রাত ১২টায় অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতের কোন এক সময় মটরসাইকেলে ওই দু’জন বাড়ি ফিরছিলো। ফেরার পথে শহরের রশিদপুর ব্রিজ এলাকায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ভোরে স্থানীয়রা রাজন এবং মুক্তার মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কওে বাংলানিউজকে জানান , পুলিশ ঘটনাস্থল থেকে রাজন এবং মুক্তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসাপাতাল মর্গে প্রেরণ করে।