বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে আগুনে পুরে আসিফ ৫ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার সহোদর ভাই আমির হামজা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
নিহত আসিফ বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের উত্তর কুশলনগর গ্রামের হামিদুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাদ দিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, থাকার ঘরের সাথে রান্না ঘরের আগুন থেকে এই অগ্নি কান্ডের সুত্রপাত। রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় হামিদুর রহমানসহ তার সন্তানরা। পরে ধিরে ধিরে এই আগুন থাকার ঘরে লাগলে আসিফ অগ্নি দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় তার সহোদর ভাই আমির হামজা।
আমির হামজাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরের ৮০ ভাগ পুড়ে যাওয়ায় তারাও অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ওসি।