সিরীয় বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি হানাদার ইসরায়েলি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এর দুই বৈমানিক প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
ইসরায়েলের অভিযোগ, ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে ইরানি ড্রোনের অনুপ্রবেশের পাল্টা ব্যবস্থা হিসেবেই শনিবার ইসরায়েলি জঙ্গি বিমানগুলো দামেস্কে ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হানা দেয়। এসময় সিরিয়ার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র একটি ইসরায়েলি এফ-১৬ বিমানের ওপর আঘাত হানে। তবে এটি ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়। প্যারাসুটের সাহায্যে নেমে আসা দুই পাইলট এখন হাসপাতালে চিকিৎসাধীন।
তেলআবিবের দাবি, ইসরায়েলি বিমানগুলো সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কথিত সামরিক অবস্থানের ওপর হামলা চালিয়েছে।
সিরিয়ার দাবি, তাদের বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র একাধিক ইসরায়েলি হানাদার বিমানকে ঘায়েল করেছে।