বিশেষ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় বিএনপির কর্মসুচীর অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) এর কার্যালয়ের ভিতরেই সমাবেশ করেছে বকশীগঞ্জ উপজেলা বিএনপি। বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এ দলীয় কার্যালয়ের আশেপাশে এ সময় পুলিশ দেখা যায়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লেবু, যুগ্ম আহবায়ক শাহজাহান সরকার, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান ফিরোজ, সদস্য সচিব আব্দুল্লাহ আল সাফি লিপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া, গোলাম রব্বানি বানি, প্রফেসর রোকুনুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি কায়সার আমিন, পৌর শ্রমিক দলের সভাপতি ফরহাদ হোসেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন জজ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে প্রহসন বিচারের রায় জনগন প্রত্যাখান করেছে। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও আওয়ামীলীগের ষড়যন্ত্র মোকাবেলা করার হবে বলে ঘোষনা দেন তারা।
এছাড়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সকল পর্যায় নেতাকর্মীদের আহ্ববান জানান নেতারা।