বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে কেন্দ্রে করে জামালপুরের বকশীগঞ্জে সকাল থেকেই মাঠে রয়েছে আওয়ামীলীগ। এদিকে বিএনপি দলীয় কার্যালয়ে ঝুলছে তালা।
সকাল থেকেই ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকায় বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
এছাড়া আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের নেতেৃত্বে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বাজার প্রদক্ষিণ করে।এদিকে উপজেলা বিএনপির কোন নেতাকর্মীদের বাজারে দেখা যায়নি। উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুজ্জামান মতিন অসুস্থ্য হয়ে বেশ কয়েকদিন যাবত ঢাকায় একটি বেসরকারী ক্লিনিক চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সুত্রে জানা যায়।
এদিকে বিএনপির চেয়ারপার্সনের ৫ বছরের জেল হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে আসার সাথে সাথে নিজেদের মধ্যে মিষ্টি বিতরনেরও খবর পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার জানান, বিএনপিকে কোন ভাবে বিশৃংখল পরিস্থিত সৃষ্টি করতে দেওয়া হবে না। এর জন্য সব সময় মাঠে রয়েছে ছাত্রলীগ।