স্টাফ করসপনডেন্ট, বকশীগঞ্জ
বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। রায় ঘোষণার পরে বকশীগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে আলী মার্কেটে বকশীগঞ্জ বাস মালিক সমিতির সাধারন সম্পাদকের ব্যক্তিগত অফিসে বৃহস্পতিবার বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনে আদালতের দেয়া রায়কে প্রত্যাখ্যান করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল কাইয়ুম।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বাবুল , যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লেবু, যুগ্ম আহবায়ক শাহজাহান সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ, বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি কায়সার আমিন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন জজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শহরে অবস্থান কর্মসূচি পালন করে।সকাল থেকে আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা বকশীগঞ্জ বাজারে অবস্থান নেয়।সারাদিনই বিএনপির দলীয় কার্যালয় তালাবদ্ধ ছিল। পৌর এলাকায় নেতাকর্মীদের আনোগোন ছিল কম।