স্টাফ করসপন্ডেন্ট
জামালপুরে জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্ণীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদন্ডের রায় ঘোষনার পর শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী বিকালে বকুলতলাস্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট বাকী বিল্লাহ। পরে শহরের দয়াময়ী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ জামালপুরে কোন অশান্তি, হানাহানি, বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হিরা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএস মিজানুর রহমান, আ ব ম জাফর ইকবাল জাফু, মো: সুরুজ্জামান প্রমুখ।
এছাড়াও রায়কে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় খন্ড খন্ড মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।