গোলাম রাব্বানী নাদিম ॥ জামালপুরের দেওয়ানগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্তদের কম্বল বিতরণ করেছেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার সামীর সাত্তার।
শনিবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ, চর আমখাওয়া, চিকাজানি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে ৫শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।
ব্যরিস্টার সামির সাত্তার আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী , ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, জাতিয়পাটির সময়ে বাণিজ্যমন্ত্রী এম.সাত্তারের ছেলে।
ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণকালে বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাবেক পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টু, বকশীগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান সাইদুজ্জামান ফুলু , সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর, সমাজ সেবক রিপন, ব্যবসায়ী খোকন আকন্দ , বকশীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ব ব্যাংকের বাংলাদেশের প্যানেল ল’ইয়ার ও আওয়ামী সমর্থিত এই তরুন আইনজীবী এর আগেও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ গারো এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন।
ব্যারিস্টার সামীর সাত্তার ভবিষ্যতে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা বাসীর পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এবং ঢাকায় বসবাসকারী ধনাঢ্য ব্যবসায়ীদের শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।