স্টাফ করসপনডেন্ট:
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পোড়ারচর আহম্মেদপুর গ্রামে পৌছে গেলো বিদ্যুতের আলো।
আজ সকালে আহম্মেদপুর স্কুল মাঠে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি ইসলামপুর জোনাল অফিসের উদ্যোগে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মেহজাবীন খালেদা বেবী। মো: আলতাফ হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শফিকুল আলম দুলাল, পল্লী বিদ্যুৎ ইসলামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ভজন কুমার বর্মন, আহম্মেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ্ নেওয়াজ সাজু, আহম্মেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফ আলী প্রমুথ। এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামাত সরকারের আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পরিবর্তে উল্টো কমেছে। আর বর্তমান সরকার দেশে রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিচ্ছে। বর্তমান সরকারের উৎপাদিত বিদ্যুতের আলো শুধু শহরের নয়, দুর্গম চরাঞ্চলেও পৌছে গেছে।