২৩ ও ২৪ জানুয়ারী এ দুই দিন তদন্ত কমিটির সদস্যরা তদন্ত করবেন।
২ সদস্যের তদন্ত কমিটির প্রধান হচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ সচিব (আইন) মোহাম্মদ মতিউর রহমান ও এই কমিটির সদস্য হচ্ছেন নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা শুক্রুর মাহামুদ মিয়া।
ইতিমধ্যই তারা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কাজ শুরু করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ২৩ জানুয়ারী মঙ্গলবার তদন্তের প্রথম দিনে নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জিজ্ঞাসাবাদ করা হবে।
২য় দিনে নির্বাচনে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে।
পরে সরজমিনে কেন্দ্রটি পরিদর্শনের কথা রয়েছে।
গত ২৮ ডিসেম্বর প্রথমবারের মত বকশীগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়। কিন্তু মালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষমতাসীন দলীয় প্রার্থী জোর করে সিল মারার চেষ্টা করলে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মঞ্জুর আলম।
এ নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর আট হাজার ৫৯৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ফখরুজ্জামান মতিন পেয়েছেন সাত হাজার ৭০৫ ভোট। এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী শাহিনা বেগমের ভোট সংখ্যা পাঁচ হাজার ১৬০টি। স্থগিত কেন্দ্রটির ভোটার সংখ্যা এক হাজার ৫২৮।