জামালপুর প্রতিনিধি ঃ জামালপুরে শহর ছাত্রলীগের সভাপতি ফেসবুকে সাংবাদিক নিধনের হুমকী দেয়ার প্রতিবাদে সোমবার বিকাল ৩টায় শহরের দয়াময়ী মোড়ে মানব বন্ধন পালন করেছে জেলার কর্মরত সাংবাদিক সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদের আহবায়ক সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বাংলার চিঠির সাংবাদিক মোস্তফা মনজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান, এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান, সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, বাংলাভিশনের সাংবাদিক জুলফিকার মোহাম্মদ জাহিদ, বাংলাদেশের খবর ও পরিবর্তন ডটকমের শওকত জামান,মানব কন্ঠের সাংবাদিক কাফি পারভেজ, ডেসটিনির সাংবাদিক আনোয়ার হোসেনসহ সাংবাদিক নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানব বন্ধনে বক্তরা বলেন, সাংবাদিক নিধনসহ গনমাধ্যম নিয়ে কুরুচিপুর্ণ বক্তব্যদানকারী শহর ছাত্রলীগের আহবায়ক নুর হোসেন আবাহনীকে ২৪ ঘন্টার মধ্যে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান স্থানীয় প্রশাসনের প্রতি। অন্যাথায় বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে। তারা আরো জানান, রাজাকার পরিবারের ছেলে আবাহনী সাংবাদিকদের হুমকি ধামকি দিয়ে আওয়ামীলীগের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় তাকে বহিস্কারের দাবী করেন সাংবাদিকরা।
মানব বন্ধনে জামালপুরে কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক্স,অনলাইন ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।
উল্লেখ্য, জামালপুরে শহর ছাত্রলীগের সভাপতি নুর হোসেন আবাহনীর ফেসবুকে জামালপুরের অশিক্ষিত গনমাধ্যম গনপিটুনি খাওয়ার উপক্রম হয়ে গেছে স্ট্যাটাস দেন। শনিবার রাতে তার ফেসবুক আইডিতে স্ট্যাটাসটি পোষ্ট করেন। ঢালাওভাবে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্টস করায় জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।