স্টাফ করসপনডেন্ট,মাদারগঞ্জ
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ছাত্রলীগ মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই ছাত্রলীগ। ১৯৫২ সালে ভাষা আন্দলনের সময় এই দেশের ছাত্ররাই প্রথমে নিজের বুকের রক্ত দিয়ে মাতৃভাষা রক্ষা করে ছিল।
তিনি রোববার জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ী এফ,এম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক ছাত্র সমাবেশে এসব কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল,পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলামীন চাঁন, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ,সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন। সমাবেশ পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম লিখন।