বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন
Bengali Bengali English English
সদ্য পাওয়া :
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দেওয়ানগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বকশীগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ৯ নেতাকর্মী আটক বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা দুইবার বিয়ের পরও সন্তান-স্ত্রীকে অস্বীকার করছেন ইউপি চেয়ারম্যান! বকশীগঞ্জে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু আলীরপাড়া গ্রাম থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার বকশীগঞ্জে গণধোলাইয়ের শিকার আ.লীগ নেতা সাংবাদিক নাদিমের উপর হামলা কারীদের গ্রেফতার দাবিতে প্রতিবাদ সামাবেশ

এডা কম্বল দিবা বাবা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮
  • ১৮৯৭ জন সংবাদটি পড়ছেন

গোলাম রাব্বানী নাদিম ॥ ১১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১১.৫৫ মিনিটে যখন বকশীগঞ্জ উন্নয়ন মেলার উদ্বোধন শেষে প্রকৃতির ডাকে সারা দিতে উপজেলা পরিষদের পিছনে যাই। দেখি অনেক বৃদ্ধ মহিলার জটলা।


গায়ে পাতলা পোষক, শীতে অনেকই কাপচ্ছে।
কাজ শেষে যখন মেলার দিকে যাচ্ছিলাম, পিছন থেকে ডাক, সাংবাদিক ভাই একটু দাড়ান।


দাড়ালাম, এক এক করে প্রায় শতাধিক বৃদ্ধ মহিলা, আশে পাশে ভীর জমাচ্ছে। এর মধ্যে একজন বলেই ফেললেন, ‘‘এডা কম্বল দিবা বাবা’’ ।
পরে বোঝলাম এই কম্বলের কাহিনী। একে একে ভাই, দাদা, চাচা, বাবা, সাংবাদিক এধরনের সম্বোধন করে কম্বল চাইতে লাগলো সবাই।
এর মধ্যে বৃদ্ধ জমিরন, বললেন, হিয়েল পড়েছে, হিয়েলে নিন আইবের পাই না। এডা কম্বল ব্যবস্থা করে দাও বাবা।
কিভাবে কম্বল দিব আমি? পাল্টা প্রশ্ন করলাম, বললেন, চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সাথে খাতির, টিএনও সাহেবের সাথে খাতির । ওদের বলে কম্বলের ব্যবস্থা করে দিতে।
বললাম, আপনারা সবাই বলেন, এদের মধ্যে সুফিয়া বললেন, চেয়ারম্যানকে কতই কমু, পত্তি বছরই দেয়, আর কত নিমু। চাইতেও শরম করে, নিতেও শরম করে। এবার চেয়ারম্যানও দেয় নাই, আর আমরাও পাই নাই।
কথাগুলো শোনে চেয়ারম্যানকে সুপারিশ করার জন্য উপজেলা পরিষদের গিয়ে দেখি চেয়ারম্যান কার্যালয়ে প্রায় ৩০ মিটার এলাকা দু-পায়ের রাস্তা রেখে শতেক ৫শ লোক কম্বলের আশায় বসে আছে। প্রায় ১০ মিনিট ভীর ঠেলে চেয়ারম্যানের কক্ষের সামনে গিয়ে দেখি দরজা বন্ধ। চেয়ারম্যান সাহেব আসেন নাই।
সেখান থেকে ফিরে এসে উপজেলা পরিষদের সামনে কথা হয়, উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদের সাথে। তিনি বললেন, উপজেলা চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল হইতে বেশ কিছু কম্বল দিবেন। আজ হয়তো কম্বল দিবেন না, কম্বলের স্লীপ দিবেন। কম্বল সংগ্রহ হচ্ছে, ২/১দিনের মধ্যে কম্বল দেওয়া হবে।

পছন্দ হলে শেয়ার করুন

এ ধরনের আরও সংবাদ
সাপ্তাহিক বকশীগঞ্জ
        Develop By CodeXive Software Inc.
HelloBangladesh