জামালপুরের বকশীগঞ্জে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে স্থানীয় উপজেলা ছাত্রলীগ ও সরকারী কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগ।
৪ জানুয়ারী বৃহস্পতিবার শোভাযাত্র ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসুচী পালিত হয়।
বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারের নেতৃত্বে একটি শোভাযাত্র বকশীগঞ্জ পৌর শহর প্রদক্ষিণ করে। শোভা যাত্রায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন জুলফিকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুল হক খুদুসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
পরে শোভাযাত্রা শেষে আওয়ামীলীগের মালীবাগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কলেজ শাখার সভাপতি ফরহাদ হোসেন। আলোচনা সভাটি পরিচালন করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সজিব।