বিশেষ প্রতিনিধি ঃ জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর শাহিনুর রহমানকে গণ সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার রাতে এ সংবর্ধনা দেওয়া হয়।
দক্ষিণবাজারস্থ বালুরচর নামক স্থানে এ সংবর্ধনা আয়োজন করে ৪নং ওয়ার্ডের পশ্চিমপারা গ্রামের সকল স্তুরের মানুষ।
তার সংবর্ধনা উপলক্ষে আয়োজন করা হয় বাউল গানের অনুষ্ঠান। এতে মোজাফফর বয়াতি তার গান পরিবেশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শাহিনুর রহমান বলেন, আপনার দোয়া, ভালবাসা ও ভোটে আজ আমি বকশীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছি। এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় আপনাদের।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌর নির্বাচনে বকশীগঞ্জ নুর মোহাম্মদ হাই স্কুল কেন্দ্রে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন শাহিনুর রহমান। তিনি টেবিল ল্যাম্প প্রতিক নিয়ে মোট ১হাজার ৫৭৬ ভোট পান। যা বকশীগঞ্জে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে সর্বাধিক।
এলাকাবাসীর পক্ষে শেখ রহমত আলী, আবু সালেক, মনি, সবুজ, জিয়ারুল, মুসলিম, সুমন, খোরশেদ, আমিনুল, সুজন, এসএম সরোয়ার, নাদিম, আশ্বিক, রুবেল, শান্ত, নাহিদ ও শ্রাবনসহ এলাকার লোকজন এ গণসংবর্ধনা আয়োজন করে।