বিশেষ প্রতিনিধিঃ ৪ঠা জানুয়ারী ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকসীগঞ্জ উপজেলা ছাত্রলীগ একই মঞ্চে সভা ও সমাবেশ করবে বলে জানা গেছে।
এ উপলক্ষে সকাল থেকে মঞ্চ প্রস্তুত কালে উভয় গ্রুপের নেতাকর্মীদের এক সঙ্গে কাজ করতে দেখা যায়।
এর আগে রাতেও সভাপতি জুমান তালুকদার ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান সজিবকে ৪ ডিসেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে আলাপরত অবস্থায় দেখা যায়।
গত ৩ বছর যাবত উপজেলা ছাত্রলীগ জুমান তালুকদার ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান সজীবের মধ্যে বিরোধ চলে আসছিল।
এর মধ্যেই ছাত্রলীগের আরেকটি গ্রুপের জন্ম নেয়।
তারা প্রতিষ্ঠা বার্ষকীসহ অন্যান্য দিবসগুলো আলাদা আলাদা ভাবে পালন করত।
হঠাৎ করে ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপ একসাথে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় বকশীগঞ্জ রাজনীতে এক সুবাতাস বইতে শুরু করেছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার জানান, আমার সাথে কারো, কোনদিনও বিরোধ ছিল না। আমি সবসময়ই দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছি। উপজেলা
ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সজিব জানান, উপজেলা ছাত্রলীগের মাঝে কখনো বিরোধ ছিল না। উপজেলা ছাত্রলীগে আমরা এক ও অভিন্ন।