জামালপুর বকশীগঞ্জে অবসরপ্রাপ্ত চাকরিজীবিদের জন্য নবনির্মিত বিশ্রামাগার (পেনশনার শেড) এর উদ্বোধন করা হয়েছে।
আজ (২ জানুয়ারি মঙ্গলবার) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ ও জামালপুর জেলা পরিষদের অর্থায়নে নির্মিত পেনশনার শেডটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসান সিদ্দিক। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা অবসরপ্রাপ্ত চাকরিজীবি সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, উপজেলা অবসরপ্রাপ্ত চাকরিজীবি সমিতির সাধারণ সম্পাদক ডা, জয়নাল আবেদীন, উপজেলা হিসাব রক্ষক অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. ইউনুছ আলী, প্রবীণ শিক্ষক কুব্বাছ আলী প্রমূখ।