নবগঠিত বকশীগঞ্জ পৌর নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠত হবে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে আনন্দ বিরাজ করছে। শেষ মূহুত্তে জমে উঠেছে বকশীগঞ্জ পৌর নির্বাচন। ভোটারদের দ্বারে দ্বারে শেষ বারের মত ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ২৬ ডিসেম্বর প্রচারনায় শেষ দিনে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকের পক্ষে প্রচার চালায় জামালপুর জেলা আওয়ামী লীগ। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ নেতৃত্বতে প্রচারনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, বকশীগঞ্জ উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর সালাম, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপাধক্ষ্য হারুন-আর-রশিদ, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান সপ্বন, জেলা শ্রমিক লীগের সভাপতি মুশিউর রহমান বাবু, সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারন সম্পাদক ফারহান আহাম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদসহ আওয়ামী লীগ ,শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব-মহিলা লীগের নেতৃবৃন্দরা প্রচারনায় অংশ নেই। এদিকে বিএনপির প্রার্থীও বসে নেই।
সাবেক পুলিশের আইজিপি ও খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল কাইয়ুমের নেতৃত্ব প্রচারনা চালায় বিএনপি।
স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগরও প্রচারনায় অংশ নেন।