জামালপুর প্রতিনিধি:
জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী এমপি বলেছেন ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে হলে নারীদের অনেক ভূমিকা রয়েছে। দেশের জন্য নারীদেরকেও কাজ করতে হবে। ঘরে বসে থাকলে হবে না। তিনি নিজেকে উদাহরণ হিসাবে উল্লেখ করে আরো বলেন,আমি যেমন আমার ঘর ও পরিবারকে সামাল করে দেশের স্বার্থে কাজ করি ও রাজনীতি করি তেমনী আপনাদেরও দায়িত্ব রয়েছে দেশের জন্য। দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত ও বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আপনাদের আবারও নৌকার মার্কার ভোট দিতে হবে।
আজ বৃহস্প্রতিবার তিনি উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের আমডাঙ্গা,ডি-বালিয়ামারী ও ডিগ্রিচর গ্রামে গণসংযোগ শেষে ডিগ্রিচর বেপারী পাড়া মজিবরের বাড়ীতে উঠান বৈঠকে তিনি নারীদের উদ্দেশ্যে এ কথা বলেন
সাবেক ইউপি সদস্য আল-আমিন বাচ্চুর সভাপতিত্বে উঠান বৈঠকে আওয়ামীলীগ নেতা সরদার মাকছুদুর রহমান লাবলু,আছাদুজ্জামান আসু,আল আমিন এজেল,মোবারক হোসেন ও শহিদুল্লাহ,আমিরুল প্রমুখ।