বিশেষ প্রতিনিধি ঃ যে কর্মী সভায় উপস্থিত ভোটারদের মাঝে অর্ধেক নারী থাকে সেখানে কোন শক্তিই পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট্য আইনজীবি অ্যাডভোকেট বাকী বিল্লাহ। মঙ্গলবার জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়নের এক কর্মী সভায় এ মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামীলীগের নের্ত্বেতে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নতির ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কা প্রার্থীকে ভোট দিতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে স্থানীয় ভাবে কোন্দল নিরসনের উপর জোড় দিয়ে এই আইনজীবি বলেন, এখন বিভেদ করার সময় নই, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে, নৌকার পক্ষে, এলাকার উন্নয়নের স্বার্থে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করা হবে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সাংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
এছাড়া অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জামালপুর জেলা পরিষদেও চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পতুল বক্তব্য রাখেন।
আগামী ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ উপজেলায় প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী উপজেলা মহিলালীগের সভাপতি শাহিনা বেগম নৌকা, বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুজ্জামান মতিন ধানেরশীষ ও পৌর যুবলীগের আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর জগ প্রতিকে নির্বাচনে অংশ নেওয়া ছাড়াও উপজেলা তাতী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন বাহাদুর নারিকেল গাছ, উপজেলা আওয়ামীলীগের সদস্য এম, নুরুজ্জামান মোবাইল ফোন ও কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি সোলায়মান হক কম্পিউটার নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।