বিশেষ প্রতিনিধি ঃ জমে উঠেছে বকশীগঞ্জ পৌর নির্বাচন। মাঠে নামছে বিভিন্ন প্রার্থীর মহিলারা। বকশীগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্রই দেখা যায়।
প্রতিটি দলেল ১০ থেকে ৫০জন মহিলাকে নিয়োগ করেছে প্রতিটি প্রার্থী।
সোমবার সকালে পৌরসভার গোয়ালগাও মধ্যপাড়া গ্রাম ঘুরে এই চিত্রই দেখা যায়।
দেখা যায়, আওয়ামীলীগের মনোনিত শাহিনা বেগমের পক্ষে প্রচারনা চালাচ্ছে একদল মহিলা। সেই দলের নেতৃত্বে দিচ্ছেন সুন্দরী বিবি।
হাতে পানের বান্ডিল, অপর জনের হাতে সুপারী, আরেক জনের হাতে জর্দা আর চুন।
এসব নিয়ে বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থণা করছেন।
প্রত্যেক বাড়ী বাড়ীতে গিয়ে ভোটারদের ডাকেন আর পান খাওয়ান তারা। এর ফাঁকে ভোট চাওয়া পর্বটা শেষ করেন।
নিজ প্রার্থীর অবস্থান সর্ম্পকে সুন্দরী বিবি জানালেন, আমরা ঘরে ঘরে গিয়ে ভোট চাই। সবাই ভোট দিবে বলে কথা দিচ্ছেন।
দলের নেত্রী সুন্দরী আরও জানান, আগের চেয়ে অনেকটাই ভালা হয়েছে আমাগোর প্রার্থীর অবস্থা। মানুষ আগে কতা শোনবার পাই নাই। এহন কতা কইলে শোনে। ভোট দিবার চায়। তার পরেও কি যে করে বোঝা যায় না।
তার এই দলের সদস্য সংখ্যা ৫০জন। সকাল থেকে বিকাল ৫ পর্যন্ত এরা এলাকার ঘরে ঘরে যাবে বলে জানান তিনি।
এর জন্য তাদের প্রত্যেক মহিলাকে মাথাপিছু ১০০ টাকা করে দেওয়া হবে বলেও জানান।
আরেক মহিলা নাম প্রকাশ না করার শর্তে জানান, সারাদিন ১০০ টাহা দিয়ে আমাগোর খাটিয়ে নিচ্ছে প্রার্থীরা। এহন বাজারো ১০০ টাহা দিয়ে কি হয়। দৈনিক ৩০০ টাহা দিলে, কাল থেহে আইমু, না হয় আর আইমু না।
তবে তার কথা থামিয়ে আরেক মহিলা বলেন, আমরা তো টাকার জন্য মাঠে নামি নাই। নৌকার প্রার্থীক ভোটে পার করার জন্য কাজ করছি।
প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন। এতে শাহিনা বেগম নৌকা, ফখরুজ্জামান মতিন ধানের শীষ, নজরুল ইসলাম সওদাগর জগ, আনোয়ার হোসেন তালুকাদার বাহাদুর নারিকেল গাছ, সোলায়মান হক কম্পিউটার ও এম. নুরুজ্জামান মোবাইল ফোন প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫৯৮ জন। ৯টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।