জামালপুরঃ জামালপুরের মেলান্দহে সড়ক দূর্ঘটনায় মোটারসাইকেল আরোহী ৪ যুবকের মৃত্যু হয়েছে।
১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ইসলামপুর- দেওয়ানগঞ্জ রোডের মেঘারবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে মেঘারবাড়ি গ্রামের ফুলুর ছেলে মামুন (২৫), হেলালের ছেলে আনোয়ার হেসেন (২৪) এবং ডিগ্রিরচর গ্রামের সাইফুল (৩২) ঘটনাস্থলেই মারা যায়।
আহত জাহাঙ্গীর আলম (৩২)কে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মরা যায়। আহত মেঘারবাড়ি গ্রামের ফটকুর ছেলে সুজন (৩০) জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, জামালপুরের ইসলামপুর থেকে জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে যায়। এতে মেলান্দহ থেকে ইসলামপুরগামী দু’টি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
বিক্ষুব্ধজনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল করিম ৩ জন মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।