স্টাফ রিপোর্টারঃ আসন্ন বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন প্রিন্টিংপ্রেস ও স্ক্রীন প্রিন্ট শিল্পিরা।
সোমবার বিকালে বকশীগঞ্জ মধ্যবাজার এলাকায় শুভেচ্ছা মেডিকেল হল ও মামুন আর্টের দোকানে গিয়ে এ দৃশ্যই চোখে পরে।
শুভেচ্ছা মেডিকেল হল ও মামুন আর্টের কর্ণধার এসএম মামুন জানান, নির্বাচন উপলক্ষে ব্যস্ততা অনেক বেশি। এখানে মোটরসাইকেলের ফ্ল্যাগ ও কপালী তৈরী করা হয় বলেও তিনি জানান।
এছাড়া সম্প্রতি সময়ে বৃষ্টিতে প্রচুর পরিমান পোস্টার নষ্ট হওয়ায় প্রিন্টিং প্রেসের শিল্পিদের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ।
গত ৮ তারিখের বৃষ্টিতে প্রচুর পরিমান পোস্টার নষ্ট হয়।
আগামী ২৮ তারিখে প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬ জন ময়ের, ২১জন মহিলা কাউন্সিলর ও ৫৯জন সাধারন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।