বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জিব কুমার সরকার বরাদ্দ করেন।
উপজেলা আওয়ামীলীগের প্রার্থী শাহিনা বেগম নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী ফখরুজ্জামান মতিন যথারীতি ধানের শীষ।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর জগ, আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর নারিকেল গাছ, সোলায়মান হক কম্পিউটার ও এম. নুরুজ্জামান মোবাইল প্রতীক পান।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী হিসাবে ৩জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জিব কুমার সরকার জানান গত ১২ নভেম্বর বকশীগঞ্জ উপজেলায় নির্বাচনী তপছিল ঘোষনা করা হয়।
২৭ নভেম্বর মনোনয়ন জমা দেওয়া শেষ দিনে ৮৯জন প্রার্থী মনোনয়ণ জমা দেয়। এ মধ্যে ২জন সাধারন কাউন্সিল প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজন মনোনয়ন প্রত্যাহার করেন।
প্রতীক বরাদ্দের শেষ দিনে ৬জন মেয়র, ২১ জন মহিলা কাউন্সিলর ও ৫৮ জন কাউন্সিলরের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।