বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় ২ আওয়ামীলীগের প্রার্থীকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বহিস্কার করে উপজেলা আওয়ামীলীগ।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লিখিত বক্তব্যে জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা আওয়ামীলীগের সদস্য এম. নুরুজ্জামান বকশীগঞ্জ মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হল।
এছাড়া জেলা তাতী লীগের সভাপতির এস এম বদরুদ্দোজার স্বাক্ষরিত দেওয়া বহিস্কারদেশ নিয়ে উপজেলা তাতী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন তালুকদারকেও বহিস্কারের ঘোষনা দেওয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে এই দুই প্রার্থী মেয়র পদে প্রতিদন্দিতা করছেন।