ইসলামপুর প্রতিনিধিঃ ইসলামপুরে জঙ্গী বিরোধী, নারী উন্নয়ন ও সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর মধ্যপাড়া শফিকুলের বাড়ি প্রাঙ্গনে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুরের সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবী। স্থানীয় আওয়ামীলীগ নেতা খাদেম মন্ডলে সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ন মোদক, চরপুঁটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিক, লালচান, খন্দকার মাহাবুর রহমান উজ্জল,স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক জহুরুল ইসলাম, যুব নেতা আমিরুল ইসলাম, আল? এজেল, মোবারক, শহিদুল্লাহ, আব্দুর রহিম, আনোয়ার হোসেন প্রমুখ।
সুধী সমাবেশ শেষে প্রধান অতিথি মাহজাবিন খালেদ বেবী এমপি স্থানীয় আওয়ামীলীগ কর্মীদের সাথে নিয়ে ওই ইউনিয়নের পেচারচর, মোল্লাপাড়া, বেনুয়ারচরসহ এলাকায় ঘরে ঘরে ঢুকে নারী-পুরুষদের সাথে সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে নৌকার পক্ষে সকলকে কাজ করার আহবান জানান।