জামালপুর প্রতিনিধি : সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্থি তুলে ধরে ইসলামপুর উপজেলার চরপুঁটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার জামালপুর জেলার সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবী। গতকাল রোববার দিনব্যাপী ওই গণসংযোগ ও উঠান বৈঠকে তার সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন।
জানা যায়, চরপুঁটিমারী ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের বড় মসজিদ পাড়া, ডি-বালিয়ামারী ও খলিফা পাড়া এলাকায় গণসংযোগ শেষে উঠান বৈঠক করেন ইসলামপুরের কৃতি সন্তান মহিলা এমপি মাহজাবিন খালেদ বেবী।
ডি-বালিয়ামারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, স্থানীয় মোস্তফা কামালের বাড়ি ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল আল নোমান এর খলিফা পাড়াস্থ বাড়ীতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হাজী আব্দুল আজিজ মোল্লা।
এ সময় এমপি মাহজাবিন খালেদ বেবী’র সফর সঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা নারায়ন মোদক, চরপুঁটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল সামাদ, স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক জহুরুল ইসলাম, চরপুঁটিমারী ইউনিয়ন যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, যুব নেতা আমিরুল ইসলাম, রেজাউল করিম কাজল, আলামিন এজেল, মোবারক, শহিদুল্লা, মোজামেল মাস্টার, বিশু খলিফা, মোস্তফা কামাল প্রমুখ।
#