ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের প্রথমবারের মতো ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর গাইবান্ধা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে নাপিতেরচর সকারপাড়াস্থ স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর বাড়িতে ওই ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসলামপুর উপজেলার বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি ছিলেন সাবেক মহিলা আসনের সাবেক এমপি বেগম রহিমা খন্দকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। প্রধান সমন্বয়ক হিসাবে উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ নুরুল ইসলাম নবাব ৫১ সদস্য বিশিষ্ট্য মহিলা দলের ইউনিয়ন কমিটি ঘোষনা করেন।
এতে সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে নির্বাচিত হন সুলতানা রাজিয়া, সহ-সভাপতি রানী বাহাদুর, সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আক্তার ও ইতি বেগম, সাংগাঠনিক সম্পাদক মাজেদা খাতুন ও প্রচার সম্পাদক জাহানারা বেগম।
গাইবান্ধা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মেজবা উদ্দিন সাদা মিয়ার সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিপুল এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহাব মাস্টার, ইউনিয়ন সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আওরঙ্গজেব গোল্লা, যুব নেতা ছামিউল হক লাভলু, আকুল মন্ডল, জয়নাল আবেদীন, মহিলা দলের নেত্রী জামাহানারা বেগম পুষ্প, শিরিনা আক্তার, মাজেদা খাতুন, মর্জিনা আক্তার প্রমুখ।