স্টাফ রিপোর্টারঃ ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই নজরুল সওদাগরের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
নির্বাচনে সাধারন ভোটারদের মনের সওদাগর বনে গেছেন। যেদিকে নজরুল যাচ্ছেন ভোটাররা হুমড়ি খাচ্ছেন।
বকশীগঞ্জ বাজারের ভোটার সফিকুল ইসলাম জানান, নজরুল সওদাগর আমাদের সন্তান, আমাদের ভাই। সবসময় নজরুলকে আমরা কাছে পাই।
ষাটার্ধো রওশনারা জানান, নজরুল আমগরেই পোলা, নজরুলকে থুয়ে কই যামু।
এদিকে তরুণ ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন নজরুল।
তরুন ভোটার মাহফুজ জানান, তারুণ্যের প্রতিক হচ্ছেন আমাদের সবার প্রিয় নজরুল। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনে নজরুল ভাইকে আমরা মেয়র হিসাবে দেখতে চাই।
বিস্তারিত আসছে…