জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা ছাত্রদল। জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ ওয়ারেছ আলী মামুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মনোয়ার ইসলাম কর্ণেল, যুগ্মআহবায়ক শিপার মেহেদী ফেরদৌস, শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ ও ছাত্রদলনেতা ইকরামুল ইসলাম মানিক প্রমুখ। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রত্যাহারের দাবি জানান।