বকশীগঞ্জ প্রতিনিধি ঃ জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ৮৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন ও কাউন্সিলর ৬২ পদে জন মনোনয়ন জমা দেন।কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সোলায়মান হক, বিএনপির প্রার্থী ফখরুজ্জামান মতি
ন, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর, স্বতন্ত্র প্রার্থী আনোয়র হোসেন তালুকদার বাহাদুর, স্বতন্ত্র প্রার্থী এম. নুরুজ্জামান ও আওয়ামীলীগের প্রার্থী শাহিনা বেগম মেয়র পদে তাদের মনোনয়ন জমা দেন।
নির্বাচন উপলক্ষে পৌর এলাকায় সবত্র এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
গত ১২ নভেম্বর পৌরসভার নির্বাচনের তপছিল ঘোষনা হয়। তপছিলনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন বাছাই হবে ২৮ ও ২৯ ডিসেম্বর।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৬ ডিসেম্বর।
২০১৩ সালে পৌরসভা গঠিত হলেও ৫ বছরের মাথায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫৯১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬৩ জন ও মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৯৮ জন।