হারুন অর রশীদ
পুর্ব ঘোষিত পদক্ষেপ অনুযায়ী জামালপুরের দেওয়ানগঞ্জ থানার বিভিন্ন হাট বাজারে সরকারী রাস্তা ও ড্রেন দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। এলাকার জনগন ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করে সানন্দবাড়ী বাজার এলাকায় রাস্তার দুপাশ দখল মুক্ত করতে পুনরায় আগামী বৃহঃবার পর্যন্ত সময় বেধে দেন ও নিজ নিজ স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করেন এবং নির্দিষ্ট জায়গায় লাল কালির চিহ্ন দেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থার কথাও বলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী, সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দিন, বর্তমান চেয়ারম্যান ও সভাপতি আজিজুর রহমান আকন্দ সহ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা নিজ নিজ স্থাপনা সরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করলেও তাদের মুখে চাপা ক্ষোভ ফুটে ওঠে। এ সিদ্ধান্তে মান্নান নামের এক ব্যবসায়ী অজ্ঞান হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।কিছু মানুষের সাময়িক কষ্ট হলেও বিপুল জনগনের তথা রাষ্ট্রিয় সম্পদ রক্ষায় সবাই একমত প্রকাশ করেছেন।