অাগামী ২৮ ডিসেম্বর ২০১৭ প্রিয় ঐতিহ্যবাহী বকশীগঞ্জ পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বারের মত! এই নির্বাচন টি অত্যন্ত গুরুত্ব বহন করে বকশীগঞ্জের সর্ব সাধারনের জন্য, এই নির্বাচনে যিনি জয়ী হবে তিনি ঐতিহাসিক ভাবে স্বণ্ অক্ষরে প্রথম মেয়র হিসাবে লেখা থাকবে! পাশাপশি গৃরুত্ব বহন করে পৌর ভবিষ্যত ঐ মেয়রে উপর বা তার কার্যের উপর নির্ভর করে পৌর সভার গ্রেট কিভাবে উপরের দিকে নিয়ে যাবে! যেমন A ক্লাস, Bক্লাস, C ক্লাস এ রকম বকশীগঞ্জ পৌর সভার মান এখন সর্বো নিন্ম পর্যায় সেটাকে ভাল গ্রৈটে নিয়ে অাসতে গেলে যোগ্য নেতৃত্বের দরকার, সাহসী কার্যকরী কর্মঠ নেতার দরকার, শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার মত নেতার প্রয়োজন, বিভিন্ন গ্রেট নির্নয়ের মধ্যে দিয়ে পৌর বাজেট নির্ধারন হয়। অামরা যদি যোগ্য সাহসী কর্মঠ স্পষ্টভাষী গুনাবলীর অধিকারী একজন মেয়র নির্বাচিত করতে পারি তাহলে তা সম্ভব অার যদি অাবেগ কে অামলে নিয়ে সির্দান্ত গ্রহন করি তাহলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবো! অারেকটি বিষয় অত্যন্ত গুরুত্ব পূর্ন তাহলো প্রথম মেয়রের উপর নির্ভর করবে উন্নয়নের পঞ্জবার্ষিকি বাজেট যে বাজেট পরিকল্পনার ধারাবাহিকতায় উন্নয়নের রোডম্যাপ তৈরি হবে, যা নাগরিক সমাজের মধ্যে, সামাজিক- অর্থনৈতিক ও মানুষিকতার বিপ্লবী পরিবর্তন অানয়নে সহায়ক ভূমিকা প্রতিষ্টিত হবে! জীবন মান উন্নত হবে! প্রথম মেয়রের কাজ হবে সমাজের বিশিষ্টজনদের নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা, মানবিক মূল্যবোধের উপর ভর করে মানুষের সেবা করা, ধর্মীয় মূল্যবোধের মূল্যায়ন করা! ড্রেনেস কালভাট, রাস্তা- ঘাট নির্মান করা, পয়োঃনিষ্কাসন, জলবদ্বতা দুরীকরন, লাইটিংয়ের ব্যবস্তা করন, মাদক – জুয়া চিরতরে নির্মলে ব্যবস্তাগ্রহন! চলমান শিক্ষার মান কে অাধুনিকায়ন করন, পাবলিক টেক্স কমিয়ে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান কে উন্নয়নে সম্পৃক্ত করন করা, সরকারে উচ্চতর পর্যায়ে বা তাদের সহোযোগীতায় বৈদেশিক ফান্ড সংগ্রহ করা! অাইন শূংখা উন্নয়নের মধ্যে দিয়ে দেশী -বিদেশী বিনোয়োগ পরিবেশ তৈরি করবার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া! এ সবি যদি ঠিকঠাক মত হয় তাহলে বকশীগঞ্জকে জেলা পরিনত করা সম্ভব! আর সেই কারনে এইবারের নির্বাচন টি অত্যন্ত গুরুত্ব বহন করে, অামার আন্তরিক বিশ্বাস আমার বন্ধু বা ভাই নজরুল সওদাগরের পক্ষে উল্লেখিত কার্যাদী সম্পূর্ন করা সম্ভব!
আপনার কোন কথা থাকলে পাঠিয়ে দিন আমাদের নিকট। ফোন ০১৭১৩৫২৩৩৫৫