বিশেষ প্রতিনিধিঃ বকশীগঞ্জ পৌরনির্বাচনে মনোয়ন যুদ্ধ শুরু হয়েছে।
এ পর্যন্ত ৭জন মনোয়ন ক্রয়ের খবর পাওয়া গেছে।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী জানান, এ পর্যন্ত পৌর মেয়র পদে ৭জন দলীয় মনোনয়ন কিনেছেন। প্রতিটি মনোয়ন পত্রের মুল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা।
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, প্রচার সম্পাদক মোফাখখার খোকন, সদস্য নুরুজ্জামান, মহিলালীগ নেত্রী শাহিনা বেগম, সাবেক কেইউ কলেজের ভিপি আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর, পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর মনোয়ন পত্র কিনেছেন বলে জানাগেছে।
এদিকে মনোয়ন প্রাপ্তিতে শতভাগ নিশ্চিত সকল প্রার্থী। আগামী ২০ তারিখের মধ্যে দলীয় মনোয়ন যাচা বাছাই করে কেন্দ্রে ৩ জনের নাম পাঠাবে জামালপুর জেলা আওয়ামীলীগ। কেন্দ্র থেকে মনোয়ন বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
এদিকে বিএনপির একক প্রার্থী হিসাবে সদর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন ইতিমধ্যেই মাঠে নেমে ভোট প্রার্থনা করছেন।
নির্বাচনে আওয়ামীগের প্রার্থী মনোয়নের উপর ঝুলে আছে বিএনপি প্রার্থীর জয় পরাজয়।
আওয়ামীলীগের অভ্যন্তরিণ কোন্দল ও মনোনয়ন যুদ্ধে অনেকটাই সুবিধাজনক অবস্থানে বিএনপি।
১২ নভেম্বর বকশীগঞ্জ পৌরসভা তপছিল ঘোষনা নির্বাচন কমিশন। সরকারীভাবে মনোয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ নভেম্বর।