স্টাফ রির্পোটারঃ বকশীগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষে সকল প্রকার প্রচারনামুলক বা শুভেচ্ছা সংক্রান্ত বিভিন্ন পোষ্টার, ব্যানার, বিলবোর্ড, লিফলেট, দেওয়াল লিখন মোছার নির্দেশ স্থানীয় নির্বাচন কমিশন।
এ উপলক্ষে দিনব্যাপী মাইকিং করা হয়।
মাইকিং বলা হয়, আসন্ন বকশীগঞ্জ পৌরসভার সাধারন নির্বাচন ২০১৭ উপলক্ষে নির্বাচন এলাকায় প্রচারনামুলক বা শুভেচ্ছা সংক্রান্ত বিভিন্ন পোষ্টার, ব্যানার, বিলবোর্ড, লিফলেট, দেওয়াল লিখন ইত্যাদি আগামীকাল ১৪ নভেম্বর ২০১৭ দুপুর ১২ ঘটিকার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্বউদ্যোগে নিজ খরচে অপসারন ও মুছে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় নির্ধারিত সময়ের পরে কোন প্রার্থীর এ ধরনের প্রচারন বা শুভেচ্ছামুলক কোন বস্তুর দৃষ্টি গোচর হলে পৌরসভা (নির্বাচন আচারন) বিধিমালা ২০১৫ এর পরিপন্হি এবং শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
আইন অমান্যকারীকে ৬ মাসের জেল অথবা ৫০ হাজার জেল দেওয়ারও ঘোষনা করা হয়েছে।
মাইকিং করার পর বিলবোর্ড নামানোর কাজ শুরু করতে দেখা গেছে।