বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকসীগঞ্জে নিখোজের ৩ দিন পর মিনাল মিয়ার(২৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভাধীন মালির চর গ্রামের নীলকুঠি বিলের ধান ক্ষেত থেকে বুধবার রাতে লাশ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালে বকসীগঞ্জ থানা পুলিশ লাশের ময়না তদন্তে জামালপুর মর্গে পাঠিয়েছে। মালির চর মৌলভী পাড়ার আজির রহমানের ছেলে মিনাল গত রোববার থেকে নিখোঁজ ছিল।
বকসীগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান, স্থানীয় লোকজন বুধবার সন্ধা রাতে নীলকুঠির বিলে গলিত লাশ পড়ে থাকতে দেখে বকসীগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করলেও গলিত হওয়ায় শনাক্ত করতে পারছিলনা লাশটি। পরে রাত সাড়ে ১০টার দিকে মিনালের বাবা অজির রহমান লাশ সনাক্ত করেন।
বকসীগঞ্জ থানা ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।