বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মাহামুুদুল আলম বাবুকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার বিকালে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে এ সংবর্ধনা আনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধুরপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন, ইউআরসি পরিদর্শক মহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, চেয়ারম্যানের সহধর্মনী ফাতেমা আক্তার লিপি।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই ৯ আগষ্ট পর্যন্ত ১০ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেন। সারা বাংলাদেশের মাত্র ১৭ জন চেয়ারম্যান এ সফরের সুযোগ পান।