জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবীতে এক মতবিনিময় সভা ৬ আগস্ট বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোটার্স ইউনিটি (এমআরইউ) আয়োজিত অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-এমআরইউ’র সভাপতি মো. শাহ্ জামাল (ইত্তেফাক-নিউনেশন)। বক্তব্য রাখেন-মেলান্দহ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দিলরুবা ইয়াসমিন রুমা (মানবজমিন), ইসলামপুর প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক এম. শফিকুল ইসলাম ফারুক (ইত্তেফাক), মৌচাক মহিলা সমিতির প্রতিষ্ঠাতা-কবি খাজা আলম, এমআরইউ’র প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ফটোসাংবাদিক জিল্লুর রহমান রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা (জামালপুর দিনকাল), সদস্য ছামিউল ইসলাম (জামালপুর দিনকাল-সচিত্র সাংবাদিক), ডা. শাহিন আলম (জামালপুর এক্সপ্রেস), সাংবাদিক আ: হাই (আজকের জামালপুর), গ্রাম আদালত সহকারি এসএম মজনু প্রমুখ। বক্তারা ৫৭ ধারায় সাংবাদিক নির্যাতন হয়রানিসহ এই ধারাটি বাতিলের দাবি জানান।